ভৈরব কালীপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে অধ্যাপক ফজলুল হক প্যানেলের জয় 

মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ ভৈরবে কালীপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে আওয়ামী লীগ প্যানেল সমর্থিত দাতা সদস্য অধ্যাপক ফজলুল হক ও অভিভাবক সদস্য পদে পাঁচজনের মধ্যে চার জন আওয়ামী লীগের মোঃ নবী হোসেন( ১ম ভোট ৩৪১), মোঃ সেলিম মিয়া( ৩য় ভোট ৩৩৫), মোঃ আতাউর রহমান( ৪র্থ ভোট ২৮২), মোছাঃ রোকসানা বেগম(৫ম ভোট ৩৭২)। একজন স্বতন্ত্র রফিকুল ইসলাম রফিক(২য় ভোট ৩৩৭) বিজয়ী ।
গতকাল সোমবার সকালে উৎসব মুখর পরিবেশে ভৈরব উপজেলার কালীপুর হাই স্কুলের অভিবাবক নির্বাচন অনুষ্ঠিত হয় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পযন্ত চলে ভোট গ্রহন।
এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে হাফিজুর রহমান হীরু প্যানেল কে পরাজিত করে অধ্যাপক ফজলুল হক প্যানেল এর অভিভাবক সদস্যের ৪জন নির্বাচিত হন,
নবনির্বাচিত অধ্যাপক ফজলুল হক বলেন,কালীপুর হাই স্কুলের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করে যাবেন।
উক্ত নির্বাচনে ভৈরবের সকল শ্রেণী পেশার লোকজন কে নির্বাচন দেখতে পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap