নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় পর্যায়ে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর’র (বিএনসিসি’র) শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন কমান্ডার ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন।
মঙ্গলবার (৭ জুন) বিকালে এ বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে কমান্ডার ক্যাপ্টেন মো. আশরাফ হোসেনকে বিএনসিসি’র শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ঘোষণা করা হয়।
তিনি টাঙ্গাইলের ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান এবং চার বিএনসিসি’র ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার ক্যাপ্টেন শিক্ষক হিসেবে কর্মরত।
এদিকে, ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন বিএনসিসি’র শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় কলেজ কর্তৃপক্ষ, কলেজের শিক্ষক পরিষদ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন।
এ বিষয়ে ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিগত ২০০৩, ২০১৬ ও ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি। ২০১৭ বিভাগীয় পর্যায়ে বিএনসিসি’র শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি লাভ করা হয়।
এরই ধাবাহিকতায় ২০২২ সালের গত সোমবার (৬ জুন) বাংলাদেশের মধ্যে জাতীয় পর্যায়ে বিএনসিসি’র শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। আমার এ অসামান্য স্বীকৃতি লাভে প্রতিষ্ঠানে কাজ আরও বেগবান হবে বলে প্রত্যাশা করি।
প্রসঙ্গত, ১৯৯৬ সালে বিএনসিসিতে পিইউও হিসেবে যোগদান করেন কমান্ডার ক্যাপ্টেন মো. আশরাফ হোসেন। পরবর্তীতে ২০০২ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি ভাটিয়ারিতে সাফল্যের সঙ্গে প্রি-কমিশন প্রশিক্ষণ সম্পন্ন করেন।
এরপর ২০০৩ সালে সফলতার সঙ্গে তিনি কমিশনপ্রাপ্ত হন। তার দীর্ঘ কর্মজীবনে সামরিক ও সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন কমান্ডার ক্যাপ্টেন শিক্ষক আশরাফ হোসেন।
Tidak cuma diwaktu memainkan, saat melakukan transaksi depo
dan tarik dana, keamanan juga harus dipastikan.
Seputar layanan slot deposit Dana tanpa potongan, kami
bakalan menjelaskan beberapa data menarik buat Agan lihat.
Dimulai dengan proses simple sampai nilai nominal yang
terjangkau, Kalian dapat menikmatinya di website betting on-line resmi.Bahwa melihat website judi online seperti
web judi togel resmi, jumlah anggota yang memainkan disana
amat banyak.