নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে আর্ত-সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সখীপুর গার্লস স্কুল রোডে রাজু ক্যাডেট একাডেমি এন্ড স্কুল,সখীপুর উপজেলা শাখায় এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় প্রথম শ্রেনী থেকে শুরু করে দশম শ্রেণির প্রায় তিন শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে এ ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এসময় প্রতিষ্ঠানের অর্থ ও প্রশাসন বিভাগের পরিচালক রাজিয়া আক্তার জানান, আর্ত-সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে আমাদের ছাত্র-ছাত্রীরা স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করছে। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। দুপুরে ফ্রি ব্লাড ক্যাম্পেইন পরিদর্শন করেন সখীপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা লুৎফা আনোয়ার।
তিনি জানান, আর্ত-সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশন উপজেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করে থাকে৷ আমি এ সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। এসময় সখীপুর আর্ত-সন্ধ্যান ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্টাতা সভাপতি বশির উদ্দিন আশিক জানান, আমরা পর্যায়ক্রমে উপজেলার প্রত্যেকটি বিদ্যালয়ে ফ্রি ব্লাড ক্যাম্পেইন পরিচালনা করব। আজকের শিশুরাই ভবিষ্যত প্রজন্মের রক্তদাতা, তাদের নিয়ে কাজ করতে পেরে আমি আনন্দিত
Leave a Reply