বাসাইলে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে তৃষা মণি (৯) নামে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শহীদ ক্যাডেট একাডেমী। বুধবার (০৮ জুন) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড ও থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শহীদ ক্যাডেট একাডেমী’র পরিচালক আবুল কাশেম মিয়া, প্রধান শিক্ষক জাহাঙ্গীর বিন জাফর, আওয়ামী লীগ নেতা সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, যুবলীগের আহবায়ক মশিউর রহমান খান বিদ্যুৎ, পৌর প্যানেল মেয়র বাবুল আহমেদ ও তৃষা মণির মা সম্পা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ‘দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী তৃষা মণির হত্যাকারিরা গ্রেফতার হয়েছে। এ জন্য আমরা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞ। এখন আসামিদের ফাঁসির দাবি জানাচ্ছি। যাতে আর কোনও নরপশু এমন কাজ করতে না পারে। নরপশুরা যেন এই বিচার দেখে থমকে যায়।’

আরো পড়ুনঃ বাসাইলে ৯ বছরের শিশুকে পালাক্রমে ধর্ষণের পর মৃত্যু, ৩ জন গ্রেফতার

এসময় মানববন্ধনে বাসাইল ডিগ্রী কলেজ, আল হেরা ক্যাডেট মাদরাসা, ব্রাইট স্টার ইন্টারন্যাশনাল স্কুল, লোটাস ক্যাডেট স্কুলসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, গত ২৬ মে বিকেলে তৃষার মা সম্পা বেগম তার ছেলে শুভকে স্কুল থেকে আনতে বের হন। এর কিছুক্ষণ পর তিনি বাড়িতে ফিরে দেখেন তৃষা সিলিংফ্যানের সঙ্গে ঝুঁলে আছে। পরে তাকে আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় স্থানান্তর করেন। সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনদিন পর ২৮ মে বিকেলে তৃষার মৃত্যু হয়।

এরপর গত ৪ জুন ময়নাতদন্তের রিপোর্টে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া যায়। পরে ওই দিনই তৃষার বাবা আবু বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ২০০৩) এর ৯ (৩) ধারায় মামলা দায়ের করেন। মামলাটি স্ব-উদ্যোগে পিবিআই তদন্তের দায়িত্বে নেয়।

পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে উপজেলার ভাটপাড়া গ্রামের স্বপন মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (১৯), আনন্দ মন্ডলের ছেলে চঞ্চল চন্দ্র মন্ডল (১৭) ও লালিত সরকারের ছেলে বিজয় সরকারকে (১৬) গ্রেফতার করে পিবিআই। আসামিরা বর্তমানে জেল হাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap