নিজস্ব প্রতিনিধিঃ সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় টাঙ্গাইলে প্রথমবারের মতো তিন জ্যেষ্ঠ সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন। তারা হলেন- দৈনিক সমকালের মির্জাপুর প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা দুর্লভ বিশ্বাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতায় দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক জয়নাল আবেদীন এবং মানবাধিকার বিষয়ক সাংবাধিকতায় বাংলাভিশনের টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
জেলা প্রশাসক আতাউল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গণি জানান, ভালো কাজের স্বীকৃতি হিসেবে ভবিষ্যতেও সাংবাদিকদের এ ধরনের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেয়া হবে। এই তিন গুণী সাংবাদিককে সংবর্ধনা দিতে পেরে আমরা খুশি ও গর্বিত।
Leave a Reply