নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বংশাই নদীর তীর থেকে মেছের আলী (৮০) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
মেছের আলীর বাড়ি উপজেলার ধলাপাড়া ইউনিয়নের গান্ধী গ্রামে। বুধবার (৮ জুন) দুপুরে থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও নিহতের পরিবারের লোকজন জানান, সে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হন। তারপর থেকেই পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি অব্যাহত রেখেছিল।
বুধবার (৮ জুন) দুপুরে এলাকার লোকজন উপজেলার বংশাই নদীর গাংগাইর ঘাটে বৃদ্ধ মেছের আলীর লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই ফজলুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। কি কারনে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
Leave a Reply