টাঙ্গাইলে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দেশের কণ্ঠের জেলা প্রতিনিধি এ এইচ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ ও এনটিভির স্টাফ রিপোর্টার মহাব্বত হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দেশের কণ্ঠের সহ-সম্পাদক (অনলাইন) মুরাদ আহমেদ, দৈনিক টাঙ্গাইল প্রতিদিনের সম্পাদক মোস্তাক হোসেন, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রতিদিনের বার্তা সম্পাদক মাছুদ রানা, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিকুজ্জামান খান মোস্তফা, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুমন খান, দৈনিক খবরের চিফ রিপোর্টার শহিদুল ইসলাম, বাংলানিউজটুয়েন্টিফোরডটকমের জেলা প্রতিনিধি সুমন কুমার রায়, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মো. পারভেজ হাসান, টাঙ্গাইল প্রতিদিনের স্টাফ রিপোর্টার সোহেল রানা, এভার গ্রীণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম, দীপঙ্কর ভৌমিক, রঞ্জু, তানভীর, টাঙ্গাইল পাঁচআনি-ছয়আনি বাজার সমিতির সাংগঠনিক সম্পাদক আবু হানিফ সুজন ও সাংস্কৃতিক কর্মী সুজন রাজাসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তারা দেশের কণ্ঠ পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap