নিজস্ব প্রতিনিধিঃ ইউনিক আইডি প্রদান সংক্রান্ত শিক্ষার্থী প্রোফাইল ও ডেটাবেজ প্রণয়নের নিমিত্ত শিক্ষার্থী তথ্যফরম পূরণের বিষয়ে শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১ ফেব্রুয়ারী) জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় আশেকপুর জোবায়দা উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী ইউনিক আইডি প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কর্মশালার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার লায়লা খানম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকেয়া খাতুনের সভাপতিত্বে কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জোবায়দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোবাদায় উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুজ্জামান খান। টাঙ্গাইল সদরের ৩৪টি স্কুল ও কলেজের প্রায় ৭০ জন শিক্ষক ও শিক্ষিকাদের মাঝে কর্মশালায় গুরুত্বপূর্ন তথ্য প্রদান উপজেলা মাধ্যমিক শিক্ষা সহকারী কর্মকর্তা সালমা খাতুন, একাডেমী সুপারভাইজার ফারুক আহমেদ। সার্বিক সহযোগিতা করেন মাধ্যমিক শিক্ষার হিসাব কর্মকর্তা হাসান বশরী।
Leave a Reply