ডেস্ক নিউজঃ দক্ষিণ আফ্রিকায় নাহিদুল ইসলাম জয় (৩০) নামের বাংলাদেশি এক যুবককে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টার দিকে দেশটির দক্ষিণ আফ্রিকার নিউক্যাসেল শহরে এ ঘটনা ঘটে।
নাহিদুল ইসলাম জয় মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের হাসমত মিয়ার ছেলে।
নিহতের বাবা হাসমত আলী জানান, ১২ বছর আগে জয় আফ্রিকায় যান। পরে নিউক্যাসেল শহরে একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা শুরু করে। এক বছর আগে জয় দেশে এসে চার মাস থেকে চলে যায়। দোকানে দুর্বৃত্তরা তাকে হত্যা করে চলে যায়। তবে দোকান থেকে কী নিয়ে গেছে তিনি জানাতে পারেননি।
বাঁশতৈল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. শাজাহান মিয়া জানান, নাহিদুল ইসলাম জয় দীর্ঘদিন ধরে আফ্রিকায় ব্যবসা করতেন। শুনেছি সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
গত ১৮ ফেব্রুয়ারি উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের পলান মিয়ার ছেলে মনির হোসেনকে (৩৬) গুলি করে হত্যা করা হয়। তিনি দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে নির্মাণ সামগ্রীর ব্যবসা করতেন।
Leave a Reply