ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধিঃ মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়শা সিদ্দিকা (রা.)-কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দলের (বিজেপি’র) মুখপাত্র নূপুর শর্মা ও তার সহযোগী দিল্লি শাখা’র গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদের কুশপুত্তলিকা দাহ ফাঁসির দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকার স্থানীয় তাওহীদ জনতা ও ধর্মপ্রাণ মুসুল্লিরা।

শনিবার (১৩ জুন) বিকালে সাড়ে ৫টায় বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের সেতু পূর্ব পাড়ের যমুনা সেতু (পাথাইলকান্দি বাজার) থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর হয়ে মহাসড়কে হয়ে সেতু পূর্ব রেল স্টেশনে গিয়ে পুনরায় পাথাইলকান্দি বাজার মাঠে বিক্ষোভ শেষ হয়।

বিক্ষোভ মিছিলের বাজার মাঠে বিক্ষোভে অংশ নেওয়া মুসুল্লি ও তাওহীদ জনতারা নুপূর শর্মা ও নবীন জিন্দালের কুশপুত্তলিকা দাহ, প্রতীকি ছবিতে জুতাপেটা ও গোবর ছিটিয়ে তীব্র প্রতিবাদ জানান। এরআগে মহাসড়কে বিক্ষোভের কারণে কিছুটা যানজট সৃষ্টি হলে যানবাহন ধীরগতিতে চলাচল করে।

এসময় বিক্ষোভে মিছিলে ‘ভারতীয় পণ্য, বয়কট, বয়কট’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে না রে মুসলমান’, ‘নূপুর শর্মার বিচার ও ফাঁসি চাই’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

বাংলাদেশ জাতীয মুফাসসির পরিষদের টাঙ্গাইল জেলা শাখা’র সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঞাপুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা আব্দুল হামিদ প্রামানিক সাহেব, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আমির হোসেন, মাওলান আব্দুল রাজ্জাক, মাওলানা আব্দুল্লাহ হোসাইন মাওলানা আবু বকর, মাওলান হাবিবুর রহমান মাওলানা ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

বিক্ষোভে টাঙ্গাইল জেলা শাখা’র সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত। ওইসব ইহুদিরা বিশ্বের মুসলিমদের শত্রু। তাদের কটুক্তিমূলক ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের বিচারের দাবিসহ ভারতের সকল পণ্য বর্জন করার আহবান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap