নিজস্ব প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া মাহফিল করেছে টাঙ্গাইল জেলা যুবদল। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া রোডস্থ বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদের সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে অংশ নেয় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুজ্জামিল শাহীন, সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম আহবায়ক ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আহবায়ক কমিটির সদস্য আশরাফ পাহেলী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে এম মনিরুল হক (ভিপি) মুনির, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা, যুগ্ম আহবায়ক হাবিবুল আলম সাতিল, কালিহাতী উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন মোল্লা, টাঙ্গাইল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল তালুকদার, জেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল বাতেন প্রমুখ।
এসময় জেলা যুবদলসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ অংশ নেয়। শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ।
Leave a Reply