-
- ঘাটাইল, টাংগাইল
- ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মো. মশিউর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত
- প্রকাশের সময় : জুন, ১৪, ২০২২, ৭:৩১ অপরাহ্ণ
- 75 বার পড়া হয়েছে
মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় মো. মশিউর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৪ জুন) দুপুর ১টার দিকে উপজেলার সিংহচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মশিউর রহমান জামালপুর সদর উপজেলার বানিয়া বাজার এলাকার মৃত হাছেন আলীর পুত্র।
জানা যায়, দুপুর ১টার দিকে মশিউর রহমান মোটরসাইকেল যোগে ঘাটাইলের গারোবাজার থেকে সিংহচালা হয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন । মোটরসাইকেল নিয়ে টার্ণ অতিক্রমের সময় পেছনে থাকা মাহিন্দ্রার ধাক্কায় সড়কে ছিটকে পড়ে । পরে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তিনি বই হাউজের সেলস্ ম্যান হিসেবে কোম্পানির চাকরী করত।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার বলেন, ঘাতক মাহিন্দ্রা গাড়ীটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
Leave a Reply