সখীপুর প্রতিনিধিঃ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সখীপুরের সরকারী মুজিব কলেজে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুন,মঙ্গলবার সরকারী মুজিব কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করে।
এসময় সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের আহবায়ক রকিবুল হাসান বিজয়, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, কলেজ হল শাখা ছাত্রলীগের সভাপতি সুমন সীমান্ত, ছাত্রলীগ নেতা স্বাধীন, তাওহিদুল ইসলাম, রুমান, সোহাগ সিকদার,সুপ্তসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, ভারতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল বিশ্বনবীকে কটাক্ষ করে যেসকল মন্তব্য করেছেন এজন্য তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এর পাশাপাশি তারা ভারতীয় সকল পণ্য বর্জনেরও ঘোষণা দেন।
Leave a Reply