সখীপুরে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী মধ্যে চরম আতংক বিরাজ করছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাহারতা গ্রামসহ আশেপাশের কয়েকটি এলাকায় প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে। ইদানিং চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী মধ্যে চরম আতংক বিরাজ করছে।

কাহারতা গ্রামের মতো এমন জনবহুল এলাকায় চুরির বিষয়টি নিয়ে উদ্বিগ্ন এলাকাবাসী ।

গত কয়েকদিনে কয়েক বাড়িতে চুরি হয়েছে। এলাকার বাসিন্দা আব্দুল হালিম মিয়া বলেন,তিন রাত আগে আমার ছোট ভাইয়ের ঘরে টিনের বেড়া কেটে মূল্যবান জিনিস চুরি হয়েছে।

কাহারতা গ্রামের উত্তর পাড়ার গরু ব্যবসায়ী গোলাম মোস্তফার বাড়িতে একই কায়দায় চোরচক্র টাকাপয়সাসহ অন্যান্য জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। এদিকে কাহারতা পৌরএলাকার দক্ষিণ পাড়া মৃত গোলাম রাব্বানী রেখে যাওয়া একমাত্র আয়ের উৎস মাহিন্দ্র ট্র্যাক্টরের ব্যাটারী ও যন্ত্রপাতি চুরি করেছে। গোলাম রাব্বানীর স্ত্রী জানান,গত কিছু দিন আগে আমার স্বামীর অকাল মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান,ধার-দেনায় কেনা এ গাড়ির আয় দিয়ে সন্তানাদি নিয়ে অতি কষ্টে সংসার পার করছিলাম। আমার গাড়ি মালামাল চুরি যেন মরার উপর খাড়ার ঘা।

এ বিষয়ে সখীপুর পৌরসভার কাউন্সিলর শফিকুল ইসলাম শফি(১নং) এবং ফজলুর রহমান ফজলু(২নং)জানান, চুরির ঘটনা নিয়ে চিন্তিত। আমরা বিষয়টি এলাকার জনগণ ও প্রশাসনের সাথে সমন্বয় করে দ্রুত সমাধানের চেষ্টা করবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap