নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা মুশুদ্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান (৪২) কে ২৯ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করেছে র্যাব ১৪।
গত মঙ্গলবার সন্ধ্যায় মুশুদ্দি ইউনিয়নের মুশুদ্দি বাজারের অপূর্ব ব্রিকস (ইটভাটা) থেকে গ্রেপ্তার করে। গতকাল বুধবার ওই যুবলীগ নেতাকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করে থানা পুলিশ।
আবু নোমান ওই ইউনিয়নের মুশুদ্দি খন্দকার পাড়ার সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিনের ছেলে। উদ্ধারকৃত হিরোইনের মূল্য ২ লাখ ৯০ হাজার টাকা। ধনবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর, সিপিসি-১, র্যাব-১৪ গত মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হিরোইন বিক্রিকালে মুশুদ্দির অপূর্ব ব্রিকস (ইটভাটা) অভিযান পরিচালনা করেন। মাদক বিক্রিকালে আবু নোমানকে ২৯ গ্রাম হিরোইসহ গ্রেপ্তর করে। সে এলকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। অন্য মাদক ক্রেতারা বিষয়টি বুঝতে পেরে পালিয়ে যায়।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া জানান, র্যাব ১৪ তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রাতে থানাতে হস্তান্তর করে। তাঁকে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply