নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে দুইটি ইউনিয় পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
গজারিয়া ইউনিয়নে আনোয়ার হোসেন নৌকা প্রতীকে পেয়েছে ৪ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দী মোঃ বাদল মিয়া মোটরসাইকেল প্রতীকে পেয়েছে ২ হাজার ১৮৯ ভোট।
দাড়িয়াপুর ইউনিয়নে আনছার আলী আসিফ নৌকা প্রতীকে পেয়েছে ৮ হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নিকটতম প্রতিদ্বন্দী মোঃ সানোয়ার হোসেন আনারস প্রতীকে পেয়েছে ৫ হাজার ৫৮৩ ভোট
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউল হক বলেন, কোন ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ইভিএম নিয়ে জনমনে যে শঙ্কা ছিল এ নির্বাচনের মাধ্যমে তা কেটে গেছে। জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।
Leave a Reply