ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে মোয়াজ্জেম হোসেন খান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে ডিবি পুলিশ পরিচয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে ব্যাংক থেকে ঋণের টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ওই মুক্তিযোদ্ধার বাড়ি উপজেলার লাহিড়ীবাড়ি গ্রামে। এ ব্যাপারে ঘাটাইল থানায় তিনি লিখিত অভিযোগ করেছেন। বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন জানান, তিনি গত বৃহস্পতিবার সকালে তার বড় ছেলে সেলিম খান ও আট বছরের এক নাতনিকে নিয়ে ঋণের টাকা তুলতে সোনালী ব্যাংক ঘাটাইল শাখায় যান। ব্যাংক থেকে আট লাখ ৩৮ হাজার টাকা তুলে দুপুর সাড়ে ১২টার দিকে অটোরিকশা নিয়ে তিনি লাহিড়ীবাড়ি গ্রামে নিজ বাড়ির দিকে রওনা হন।
তাদের বহনকারী অটোরিকশা টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের শাহপুর এলাকায় পৌঁছলে একটি কালো রঙের মাইক্রোবাস তাদের গতিরোধ করে। মাইক্রোবাস থেকে চার-পাঁচ ব্যক্তি নেমে নিজেদের ডিবি পুলিশ বলে পরিচয় দেন। তারা ওয়ারেন্ট আছে বলে মোয়াজ্জেম হোসেনের হাতে হ্যান্ডকাফ পড়ান এবং ছেলে, নাতিনসহ তাদের গাড়িতে তোলেন। গাড়িতে তুলেই তারা সবার চোখ ও মুখ বেঁধে ফেলেন এবং মারধর করেন। এরপর তারা মোয়াজ্জেম হোসেনের কাছে থাকা আট লাখ ৩৮ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন নিয়ে যান। তিনি বলেন, আনুমানিক দু-তিন ঘণ্টা পথ চলার পর তারা আমাদেরকে রাস্তায় নামিয়ে দেন। তখন বিকেল ৩টা বাজে। স্থানীয়দের কাছে জানতে পারি ওই জায়গাটি হলো গাজীপুরের শিমুলতলা। সেখান থেকে ফিরে ঘাটাইল আসতে রাত হয়ে যায়। বৃহস্পতিবার রাতেই এ বিষয়ে ঘাটাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনা সত্য। এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
Leave a Reply