রাজশাহী বাগমারায় ৬২৬ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৬ জন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী বাগমারায় পুলিশের অভিযানে  পৃথক মামলায় পরোনায়ভুক্ত ২জন ও মাদক মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬১০ লিটার চোলাইমদ সহ আনন্দ সরকার (২৮) কে গ্রেপ্তার করে। তার বাড়ি উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামে উপজাতি পাড়ায়। তার বাবার নাম জতিন সরকার। অপরদিকে ১৬ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের একজনের নাম আহসান আলী (৪০)। তার বাড়ি শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে। সে মৃত শুকুর আলীর ছেলে। অন্যজন হলো মাসুদ রানা (৪২)। সে একই ইউনিয়নের ধামিনকৌড় গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

এছাড়াও আউচপাড়া ইউনিয়নের সারন্দী গ্রামের আব্দুল হামিদ আকন্দের ছেলে ইউসুফ আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নিকট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে।

অন্যদিকে পরোয়ানাভুক্ত ২ আসামী হলো উপজেলার উদপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে রতন প্রামানিক এং পাহাড়পুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রিতা খাতুন। শনিবার পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap