এই মৃত্যুরহস্য উদ্ঘাটনের দাবি জানিয়ে শিহাবের ফুফাতো ভাই আল আমিন সিকদার বলেন, ‘চার মাস আগে সৃষ্টি একাডেমিক স্কুলে ভর্তি করা হয় শিহাবকে। গতকাল সন্ধ্যায় স্কুল থেকে মুঠোফোনে জানানো হয়, শিহাব দুর্ঘটনার শিকার হয়েছে। পরে আবার ফোন করে বলা হয়, শিহাব মাথা ঘুরে পড়ে গেছে। আমরা সেখানে যাওয়ার পর শিহাবের কক্ষে যেতে দেওয়া হয়নি। শিহাব আত্মহত্যা করার মতো ছেলে না। আমরা মনে করছি, এটি হত্যাকাণ্ড।’
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জানিয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুহাম্মদ সরোয়ার হোসেন বলেন, শিশুটির গলার নিচে হালকা দাগ দেখা গেছে। তা ছাড়া শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তদন্ত চলছে। ময়নাতদন্ত প্রতিবেদনের পর তার মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply