সখীপুর প্রতিনিধিঃ মৎস্যখাতে পেশাগত দক্ষতা ও বিশেষ অবদান রাখায় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ পেয়েছেন সখীপুর উপজেলার মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা।
রবিবার (১৯জুন) জেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শুদ্ধাচার চর্চার স্বীকৃতি স্বরূপ শুদ্ধাচার পুরস্কার তুলে দেন টাঙ্গাইল জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক। পুরস্কার হিসেবে সম্মাননাপত্র, সার্টিফিকেট ও এক মাসের সমপরিমাণ অর্থ রয়েছে।
এ প্রসঙ্গে মৎস্য কর্মকর্তা সমীরণ কুমার সাহা বলেন, শুদ্ধাচার পুরস্কার পাওয়া একটা বিশেষ অর্জন। এ পুরস্কারের জন্য আমি খুশি। এ পুরস্কার আমাদের ডিপার্টমেন্টের জন্য একটা বড় পাওয়া। কর্মক্ষেত্রে আরও গতিশীল ও মর্যাদা বৃদ্ধির জন্য পুরস্কার অনুপ্রেরণা যোগাবে জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি তিনি কৃতজ্ঞা প্রকাশ করেন।
Leave a Reply