নিজস্ব প্রতিনিধিঃ সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উপজেলা কমপ্লেক্স সংলগ্ন ঐতিহ্যবাহী আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের তিন শতাধিক শিক্ষার্থী। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে হাটু পানি জমে এ জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
মাঠে পানি জমে থাকার কারণে শিক্ষার্থীরা খেলাধুলা, শরীরচর্চা করতে পারছে না। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে আসা যাওয়া করতে পারছে না। কখনো বৃষ্টির পানিতে পা পিছলে পড়ে নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের বই খাতা। ভিজে যাচ্ছে তাদের পোশাকও। ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠ দান কার্যক্রম। এ পরিস্থিতিতে দ্রততার সঙ্গে বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনের জোর দাবি জানান শিক্ষার্থী ও অভিভাবক মহল।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের চারদিকে পানি জমে আছে। পানিতে রয়েছে ময়লা আবর্জনাও। টানা বৃষ্টি হলে তলিয়ে যায় পুরোমাঠ। বর্তমানে বিদ্যালয় মাঠটির বেশির ভাগ অংশই আগাছায় আর জলাশয়ে পরিণত হয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে এ ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়।
পৌরসভার প্রধান ড্রেন পরিস্কার না থাকায় ও পয়োনিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে ড্রেনের পানিতে বিদ্যালয়ের মাঠ তলিয়ে যায়। তাছাড়া বিদ্যালয়ের চারদিকে ময়লা নর্দমা আর আগাছায় ভরে উঠ সামান্য বৃষ্টিতেই আশপাশের পানি বিদ্যালয়ের মাঠে পড়ায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের।
বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী আনিকা তাইয়্যেবাহ আলভী বলেন, বিদ্যালয় খোলা থাকলেও আমাদের মাঝে কোনো আনন্দ নেই। বৃষ্টি হলে মাঠজুড়ে পানি লেগে থাকে। চারিদিকে পানি থাকায় খেলাধুলা করতে না পাড়ায় আমাদের খুবই খারাপ লাগে।
শিক্ষার্থী মিথিলা তাহসিন বলেন, বিদ্যালয়ে আসলে সারাক্ষণ শ্রেণিকক্ষে বসে থাকতে হয়। সামান্য বৃষ্টি হলে মাঠ জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সহপাঠীদের নিয়ে কোথাও বের হতে পারি না।
শিক্ষার্থী অন্বেষা বর্মণ বলেন, বর্ষা মৌসুমে বেশি ভাগ সময় বিদ্যালয় মাঠে পানি জমে থাকে। ফলে সহপাঠীদের সঙ্গে খেলতে না পারায় আমাদের মন খারাপ হয়। বৃষ্টি হলে অনেক সময় দেখা যায় পানি সরতে সময় লাগে।
একাধিক অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রতিটি মূহুর্তে তাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। কখন তাদের সন্তানরা মাঠে পড়ে গিয়ে ব্যথা পায়।
আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কেবিএম রুহুল আমিন বলেন, বৃষ্টি আসলেই আশপাশের মহল্লার ড্রেনের পানি মাঠে নেমে এসে পড়তে থাকে। এ অবস্থার ফলে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে করে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদ্যালয়ের আসা যাওয়া করতে নানা সমস্যায় পড়তে হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ ছেড়ে মাঠে যেতে পারে না। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সখীপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ বলেন, এরই মধ্যে বিদ্যালয়ের জলাবদ্ধতার বিষয়টি আমি দেখেছি। সমস্যা সমাধানে খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply