নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সৃষ্টি স্কুলে ৫ম শ্রেণির শিক্ষার্থী শিহাবকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আয়োজনে শহিদ মিনার প্রাঙ্গনে প্রায় ৩ শতাধিক নেতাকর্মী, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থী এবং নিহত শিহাবের পরিবারের সদস্যরা এ মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সদর থানা ছাত্রলীগের সভাপতি কাইয়ুম চাকলাদার, সাধারণ সম্পাদক ফরিদ, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাবেক সদস্য হোসাইন সাদাব অন্তু, শহর ছাত্রলীগের যুগ্ম- সাধারন সম্পাদক সাজিদ খান প্রমুখ বক্তব্য দেন।
আরো পড়ুনঃ টাঙ্গাইলে একটি বিদ্যালয়ের ছাত্রাবাস থেকে পঞ্চম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার
এ সময় বক্তারা শিহাব হত্যার সঙ্গে জড়িতদের অচিরেই আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, টাঙ্গাইল সৃষ্টি স্কুল আবাসিক ভবন থেকে সোমবার (২০ জুন) বিকেল ৪ টার সময় শিহাবের ঝুলন্ত মরদেহ বাথরুম থেকে উদ্ধার করে সৃষ্টি স্কুল ভবন কর্তৃপক্ষ।নিহত শিহাব সখীপুর উপজেলার বেড়বাড়ী গ্রামের সিঙ্গাপুর প্রবাসী ইলিয়াস হোসেন এর ছেলে।
নিহত শিহাব সৃষ্টি স্কুলের সুপারী বাগান শাখায় ৬ মাস যাবত আবাসিক ভবনে থেকে পড়াশোনা করে আসছিল। মঙ্গলবার বিকেলে ময়নাতদন্তের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় উপস্থিত বক্তারাও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply