সখীপুরে জাতীয় পার্টির কমিটি নিয়ে মামা- ভাগ্নের মধ্যে চরম বিরোধ দেখা দিয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টি’র উপজেলা ও পৌর শাখার আহবায়ক কমিটি গঠন নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফ সিদ্দিকী ও জাতীয় ছাএসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রেজার মধ‍্য চরম বিরোধ দেখা দিয়েছে, সম্পর্কে তারা মামা- ভাগ্নে। উপজেলা শাখায় আব্দুস সামাদ সিকদারকে আহবায়ক ও মো. আয়নাল হক সিকদারকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং পৌরসভায় আজাহারুল ইসলাম মাস্টারকে আহবায়ক ও আলমগীর হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ঘোষণা করা হয়। গত ১৭ মে টাঙ্গাইল জেলা শাখার আহবায়ক মো. আবুল কাশেম ও সদস্য সচিব মো. আব্দুস ছালাম চাকলাদারের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেয়া হয়। আশরাফ সিদ্দিকীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ও পূর্বের কমিটির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাসুদ রানার নাম উপজেলা কমিটিতে না থাকায় অপরদিকে ছাএনেতা নাজমুল রেজার ঘনিষ্ঠ আয়নাল সিকদার কে সদস‍্য সচিব করায় আশরাফ সিদ্দিকী ক্ষিপ্ত হয়ে ছাএনেতা নাজমুল রেজা কে ও নবগঠিত কমিটির নেতাদের হুমকি দামকি দেন।

কমিটি গঠন নিয়ে ছাএনেতা নাজমুল রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন ২০১৯ সালের ডিসেম্বরে সখীপুর পার্টি অফিসে বসে উপজেলা ও পৌর শাখার কমিটি গঠিত হলেও সেই কমিটি জেলা কমিটির কাছ থেকে অনুমোদন নেয়া হয়নি ফলে প্রস্তাবিত কমিটি দুটি অনুমোদিতই থেকে যায়। উপজেলা কমিটির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাসুদ রানা কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু এরশাদ এর তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশার ও তার ছেলে এরিখ এর পক্ষ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন । জাতীয় পার্টির আই.টি রিসার্চ সেন্টার এই মন্তব্যটি মাননীয় চেয়ারম্যান এর নজরে আনেন, তখন মাননীয় চেয়ারম্যান সখীপুর উপজেলার কমিটির ব্যাপারে একটি সাংগঠনিক নির্দেশ দেন। ১৭ মে জেলা কমিটি মাননীয় চেয়ারম্যান এর সেই সাংগঠনিক নির্দেশ অনুসারে সখীপুর উপজেলা ও পৌর শাখার কমিটি অনুমোদন করেন।

নাজমুল রেজা আরো বলেন মাননীয় চেয়ারম্যান এর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত এ ব্যাপারে কেউ অপরাজনীতির করার চেষ্টা করলে ও আমার নেতাকর্মীদের কাউকে হয়রানি করার চেস্টা করলে সে যেই হোক না কেন তাকে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

উপজেলা কমিটির নব নির্বাচিত সদস‍্য সচিব আয়নাল হক সিকদার বলেন, আমরা পল্লীবন্ধু এরশাদের আদর্শে রাজনীতি করি, আমরা জি.এম কাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ। তার হাত কে শক্তিশালী করার জন‍্য ছাএনেতা নাজমুল রেজা আমাদের কে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং তার একান্ত প্রচেষ্টায় আমরা দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দিতে পেরেছি, বাকী আরো চারটি ইউনিয়নে প্রত‍্যেকটিতে সাম্ভাব‍্য প্রার্থীর তালিকা করে রেখেছি। আমাদের সাংগঠনিক কাজের তৎপরতা দেখে বিদিশার কয়েকজন এজেন্ট ঈষৎনিত হয়ে ছাএনেতা নাজমুল কে নিয়ে ও আমাদের নবগঠিত কমিটি নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আয়নাল সিকদার আরো বলেন যারা দূরে থেকে ফোনে হুমকি দিচ্ছে তাদের নিজ ইউনিয়নে কমিটি গঠন করতে পারে নায়, তারা ইতিমধ্যেই চিহ্নিত, পাড় পাবে না, তাদের কে রাজনৈতিকভাবেই মেকাবেলা করা হবে ইনশাআল্লাহ ।

এ বিষয়ে কাজী  আশরাফ সিদ্দিকীর মুঠোফোনে যোগাযোগ কর হলে তিনি কোন  মন্তব্য করতে রাজি হননি।

নব গঠিত উপজেলা কমিটির আহবায়ক আব্দুস সামাদ সিকদার বলেন, দলকে সুসংগঠিত করতে কমিটির সকল সদস্যদের নিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব তারা যথাযথভাবে পালন করে যাবেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও জেলা কমিটির নেতৃবৃন্দর প্রতি উপজেলা ও পৌর কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap