নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাগরদিঘী গ্রামে।
এ বিষয়ে কিশোরীর বাবা ফরমান আলী বাদী হয়ে ২২ জুন বুধবার ঘাটাইল থানায় মামলা করেছেন। পুলিশ ধর্ষক সালমান শাহ (১৫) কে গ্রেপ্তার করেছে।
মামলার অভিযোগ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী (ফরিদা আক্তার) উপজেলার সাগরদিঘী গ্রামের ফরমান আলীর মেয়ে। সে পেশায় অটোচালক। গত ২১ জুন সকাল সাড়ে ১০ টার দিকে কিশোরী একই গ্রামে তার মামাতো ভাই বিল্লাল হোসেনের বাড়িতে বেড়াতে যায়।
সেখান থেকে ফেরার পথে মেয়েটিকে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিবেশী ইসমাইল হোসেনের ছেলে সালমান শাহ (১৫) তাদের বাড়ির বসত ঘরে নিয়ে যায়। তার বসত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে কিশোরীকে জোড়পূর্বক ধর্ষণ করে। এসময় মেয়েটির ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে। এসময় ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। ধর্ষিতা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি আছে।
সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: হুমায়ূন কবির জানান, এ বিষয়ে মামলা হয়েছে। আসামিও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply