সখীপুর প্রতিনিধিঃ সখীপুর পৌরসভার উন্মুক্ত বাজেট অধিবেশন করা হয়েছে। ২২ জুন, বুধবার সকালে পৌর কার্যালয়ে পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ২৭ কোটি ৫২ লাখ ৯৮ হাজার ৮৫৬ টাকার প্রাক বাজেট ঘোষণা করেন। অধিবেশনে মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদের সভাপতিত্বে বাজেট আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।
এছাড়া বাজেট আলোচনায় পৌর নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত শিকদার, সাবেক সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, প্রফেসর আলীম মাহমুদ, প্রেসক্লাব সভাপতি ইকবাল গফুর, অধ্যক্ষ রহিজ উদ্দিন, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, রফিক ই রাসেল, বীর মুক্তিযোদ্ধা শম আমজাদ হোসেন, এসএম আব্দুল্লাহ, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাকিল আনোয়ার, হিসাব রক্ষণ কর্মকর্তা আসাদুল হক, নারী নেত্রী মুসলিমা খাতুন, সুলতান শরীফ পান্না, কামরুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply