নিজস্ব প্রতিনিধিঃ এসএসসি পাস করেই প্রতারণার আশ্রয় নিয়ে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। হয়ে যান নাক-কান-গলা ও পাইলসের বিশেষজ্ঞ চিকিৎসক।
টাঙ্গাইলে অভিযান চালিয়ে এস আর লাভলু নামে এমনই এক ভুয়া চিকিৎসককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২২ জুন) দুপুরে টাঙ্গাইল পৌরসভার ডিস্ট্রিক্ট গেট সংলগ্ন এলাকার দয়াল ক্লিনিক ও হাসপাতালের তৃতীয়তলা থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান জানান, র্যাবের একটি টিম ভুয়া চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আটক হওয়ার পর তিনি তার অপরাধ স্বীকার করেন। ওই ভুয়া চিকিৎসক জেলার নাগরপুরে যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।
তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আসছিলেন। নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে নাক-কান-গলা ও পাইলসের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উল্লেখ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
Leave a Reply