অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিহাতী পৌরসভার দক্ষিণ বেতডোবা গ্রামের প্রবাসী খলিলুর রহমান ও তার ভাইয়ের জমি ক্রয়সূত্রে মালিক হয়ে বাড়ী ঘর উত্তোলন করে পূর্বের রাস্তা দিয়েই চলাচল করে আসছিলেন প্রতিবেশী ছনুব উদ্দিনের ছেলে হাফিজুর রহমান।
পারিবারিক দ্বন্দ্বে রাতের আঁধারে রাস্তায় ইটদিয়ে দেয়াল তৈরি করে ওই রাস্তাটি বন্ধ করে দেয়। এতে দিশেহারা হয়ে পড়ে ওই পরিবার। বিকল্প কোন রাস্তা না থাকা বাড়ি থেকে বের হতে পারছেন না ওই পরিবারটি।
স্থানীয় ভ্যান চালক কাদের বলেন, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্বের কারণে দীর্ঘদিনের পথটা বন্ধ করা হয়েছে। এ রাস্তা দিয়ে বহু লোক চলাফেরা করে তাই রাস্তাটা খোলা দরকার। আরেক ভুক্তভোগী বাদল মিয়া জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস করেও কোন প্রতিকার হয়নি। কালিহাতীর পৌরসভার স্থানীয় কাউন্সিলর লিটন জানান, বিষয়টি আমাদের পৌরসভার মেয়রকে নিয়ে সমাধান করবো।
Leave a Reply