সখীপুর প্রতিনিধিঃ উপজেলার কালিদাস কলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন শরীফুল ইসলাম। তিনি ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আবদুল কদ্দুস মাস্টারের ছেলে।
গত ২১ জুন তাঁর পুরো প্যানেল সরাসরি ভোটে নির্বাচিত হয়। গত বৃহস্পতিবার বিদ্যালয় অফিস কক্ষে অভিভাবক, শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত হয়ে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শরীফুল ইসলামকে সভাপতি নির্বাচিত করেন। নির্বাচনে প্রিজাইডিং হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক কর্মকর্তা আনোয়ার হোসেন মিল্টন।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বলেন, বিদ্যালয়টি সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করার জন্য পরিচ্ছন্ন একটি পরিষদ তৈরি হয়েছে।
Leave a Reply