নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরের স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের ১১ জন তরুণ ১ হাজার পরিবারের জন্য সামগ্রী নিয়ে সুনামগঞ্জের তাহিরপুরে গেছেন।
গতকাল বেলা ১১টায় সেখানে পৌঁছে তাহিরপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের কয়েকটি বন্যাকবলিত গ্রামে তাঁরা এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। সন্ধ্যায় তাঁরা সুনামগঞ্জ থেকে সখীপুরের উদ্দেশ্যে রওনা হন।
প্রতিটি প্যাকেটে রয়েছে দেড় কেজি চিড়া, দেড় কেজি মুড়ি, শিশুখাদ্য গুঁড়াদুধ, বিস্কুট, ১ কেজি চিনি, ৫ লিটার সুপেয় পানি, ৫টি খাওয়ার স্যালাইন, ১০টি নাপা, ১০টি ম্যালি।
স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মনির সিকদার বলেন, আমরা সংগঠনের সদস্যরা সমাজের বিত্তবানদের কাছ থেকে কয়েক লাখ টাকা সংগ্রহ করি। এ ছাড়া সংগঠনের সদস্যরাও চাঁদা দিয়ে আমরা ১ জন সদস্য তাহিরপুরের শ্রীপুর ইউনিয়নের ৪,৫টি গ্রামে গিয়ে বন্যাকবলিত ১ হাজার মানুষের হাতে পাকেট তুলে দিয়েছি।’
উপজেলা যুবলীগের সাবেক সম্পাদক ও স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উপদেষ্টা জাহাঙ্গীর ভালুকদার বলেন, ‘তাহিরপুর উপজেলার বাগলি, বিনতপুর, রতনপুর, পরার্থালীসহ কয়েকটি গ্রামে গিয়ে তাঁদের দুর্দশা দেখে দরিদ্রদের হাতে আমরা ত্রাণ দিতে পেরে অনেক খুশি। আশা করি দেশের বিত্তবানরাও এরকম কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।
Leave a Reply