নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে কৃষকের বাসার মেইন গেইটের তালা ভেঙ্গে দুটি গরু চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার দিবাগত রাতে উপজেলার আঠারোদানা এলাকায় এ ঘটনা ঘটে। এর আগেও একই এলাকায় একাধিকবার গরু চুরি হয়েছে বলে জানান এলাকাবাসী।
তারা জানান, সংঘবদ্ধ চোরের দল প্রায় প্রতি রাতই হানা দেয় কোনো না কোনো বাড়িতে। এসব ঘটনায় কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
ক্ষতিগ্রস্ত কৃষক নাসির উদ্দিন জানান, বুধবার রাতে সংঘবদ্ধ চোরের দল আমার বাসার তালা ভেঙ্গে গোয়াল ঘরের দুটি বহন গাভি চুরি করে নিয়ে যায়। গরু দুটির আনুমানিক মুল্য হবে ২ লাখ টাকা বলে জানান তিনি।
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.আব্দুল হক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply