নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের দয়থায় অভিনব কায়দায় ৫ভরি স্বর্ণ ও তিনলাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় গতকাল শুক্রবার (২৪ জুন) বিকালে কালিহাতী থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী খিলদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেন।
গত বৃহস্পতিবার মধ্যরাতে দয়থা গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদ আলমের বাড়িতে একমাত্র ছেলে খিলদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেনের শয়ন কক্ষ থেকে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফরহাদ হোসেনের স্ত্রী ফুলতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জহুরা আক্তার বলেন, বৃহস্পতিবার বিকাল থেকেই আমার ঘুম ঘুম লাগলে ঘুমিয়ে পড়ি। মাঝে দুএকবার প্রাকৃতিক কাজে উঠলেও আমি যেনো কেমন কথা বলতে ও চোখ ভালো করে খুলতে পারিনি। রাত একটার দিকে উঠলে অন্ধকারের মধ্যে আমি দুজনকে পেছনের পশ্চিম পাশের রুমের জানালা দিয়ে চলে যেতে দেখি।
এসময় শ্বশুরের ও টিভির রুম বাইরে থেকে লাগানো দেখে খুলে কোনমতে তাঁদেরকে জাগাই। আমার স্বামী সন্ধ্যা রাতে টিভির রুমে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন।
এসময় ফরহাদ হোসেন জানান, পেছনের পশ্চিম পাশের রুমের জানালার পাল্লা ভেঙে ও গ্রীলের কপাট খুলে চোরেরা একতলা পাকা দালানে ঢুকে এ চুরি করে পালিয়ে যায়।
কালিহাতী থানার উপ-পরিরদর্শক (এসআই) ও ডিউটি অফিসার সুমি জানান, ভুক্তভোগী স্কুল শিক্ষক ফরহাদ হোসেন একটি অভিযোগ করেছেন। তদন্ত পূর্বক থানার পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply