নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পোড়াবাড়ী নামক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় একজন পুরুষসহ ৪জন নারীকে চাইনিজ কুড়াল, নিমচা, চাপাতি ও দেশি অস্ত্রদিয়ে কুপিয়ে আহত করে তার উপর মরিচের গুড়া মিশ্রিত পানি ছিটিয়ে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় এলাকাবাসি। শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার বারেকের ছেলে ছলিম (৪০) ও তার স্ত্রী হেনা আক্তার (৩৫), ছলিমের ফুফু সামনা আক্তার (৫০) ও মা আমেনা বেগম (৫৫), পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক ভাবে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করিয়ে দেন। বর্তমানে তারা টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় ও ভূক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে, অত্র ইউনিয়নের এসডিএস এলাকার প্রতিপক্ষ রহিম গংদের সঙ্গে ভূক্তভোগী পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এনিয়ে আদালতে একটি মামলা চলমান এবং ইউনিয়ন বোর্ডেও নালিশ করা হয়েছে। গতকাল ওই জমিতে প্রতিপক্ষের লোকজন এসে ভূক্তভোগীর বাড়ির পাশে ওই বিবাদমান জমিতে বেড়া দিয়ে জমি জবর দখল করার চেষ্টা করেন। এসময় ভূক্তভোগীরা তাদের বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের ভূমিদস্যু রহিম ও তার ৪ ছেলে রশিদ, ইদ্রিস, রাসেল, স্বাধীন ও বহিরাগত সন্ত্রাসী মোস্তাফিজের ছেলে রবিন, শিল্পি, গোপাল পূর্বপকল্পিত ভাবে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সঙ্গবদ্ধ ভাবে অতর্কিত ভাবে হামলা চালিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই তাদের উপর্যপুরি কুপিয়ে ৫ জনকে গুরুতর আহত করা হয়।
এ বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন জানান, রহিম খুবই দুষ্ট প্রকিতির লোক ওর নামে আমার কাছে একাধিক বার নালিশ এসেছে এছাড়া আমি যতদুর জানি ঐ জমি নিয়ে আদালতে মামলা চলছে। মামলাটি এখনো নিঃসপত্তি হয়নি। এমতাবস্থায় যে ঘটনাটি ঘটিয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে এর সুষ্ঠ বিচার যাতে পায় প্রশাসনকে সাথে নিয়ে সেই ব্যবস্থা করবো।
এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, এ ঘটনার খবর পেয়েছি, ঐ ইউনিয়নের চেয়ারম্যান আমাকে ফোন করে সব বলেছে, মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply