নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতীল(তালুকপাড়া) গ্রামে মিলন নামের এক কিশোর আত্মহত্যা করেছেন।
জানা যায়, সে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের দড়িহাতীল(তালুকপাড়া) গ্রামের সায়েদ আলীর ছেলে। মৃত কিশোরের নাম মিলন(১৭)। সে বাড়ির পাশে মধুপুর ব্রিক্স এ ইট পুড়াই মিস্ত্রির কাজ করত।
জানা যায়, গত বৃহস্পতিবার(৩ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকার সময় সারা রাত কাজ করে এসে সকালের খাবার খাওয়ার পরে নিজ ঘড়ে ঘুমাতে যায়। কিন্তু কিছুক্ষন পর ঘরের ভিতর শব্দ হলে আশে-পাশের লোকজন দৌড়ে এসে ঘড়ের ভেতর প্রবেশ করে তাকে ধরনার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এ বিষয়ে মিলনের বাবা সায়েদ আলীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার ছেলের সাথে কারও কোন শত্রুতা নেই। কোন টাকা পয়সার লেনদেন নেই, কেন এমন ঘটনা ঘটলো বুঝতে পারছি না।
এ ব্যাপারে মধুপুর থানার ওসি তারিক কামাল জানান, কিশোর মিলনের আত্মহত্যার বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply