নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নে নদী ভাঙ্গন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে। সোমবার (২৭জুন) প্রধান মন্ত্রীর পুনর্বাসনের সহযোগীতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রনালয় বিভাগের আর্থিক সহায়তায় এ চেক বিতরণ করা হয়। কালিহাতী উপজেলার নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।
এছাড়াও বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান,গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল হাই আকন্দ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন প্রমুখ।
Leave a Reply