নিজস্ব প্রতিনিধিঃ রোববার ভোর থেকে সাধারণ যানবাহন যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। সেতুকে কেন্দ্র করে উৎসবের আমেজ সবার মাঝে।
এই সেতু দেখতে ও এর ওপর দিয়ে প্রমত্তা পদ্মা পাড়ি দিতে ঢাকাসহ সারাদেশ থেকে ছুটে আসছেন মানুষ। ঠিক তেমনই টাঙ্গাইল থেকে একদল ব্যবসায়ী বাস রিজার্ভ করে এসেছেন পদ্মাসেতুতে ‘পিকনিক’ করতে।
রোববার সকাল সোয়া ১১টার দিকে তারা পদ্মাসেতুর টোলপ্লাজায় পৌঁছান।‘আনন্দ ভ্রমণ-২০২২’ ব্যানার টাঙিয়ে টাঙ্গাইলের গোলাবাড়ী বটতলা বাজার ব্যবসায়ী সমিতির সব সদস্য এই পিকনিকে অংশগ্রহণ করেছেন।
বটতলা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. বাবলু মিয়া ও সাধারণ সম্পাদক মো. জয়নুল আবেদীন জানান, দেশের এত বড় অর্জন স্বপ্নের পদ্মা সেতু দেখতে তারা আগে থেকেই আনন্দ ভ্রমণের জন্য প্রস্তুতি নিয়েছেন।
তাই সেতুতে যান চলাচলের প্রথম দিন সকালেই এখানে বাস রিজার্ভ করে চলে এসেছেন। সেতু দিয়ে পদ্মা পাড়ি দিয়ে কোনো এক পাড়ে তারা নিজেদের মতো করে উপভোগ করবেন।
Leave a Reply