বাসাইলে বাজারে অগ্নিকান্টে ১৮ টি দোকানের প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলের একটি বাজারে অগ্নিকান্ডে ১৮টি দোকান পুড়ে প্রায় এককোটি ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গত শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নাইকানীবাড়ি ঈশ্বরগঞ্জ বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের ঘটনায় উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ক্ষতিগ্রস্থ বাজার পরিদর্শন করেছেন।

ক্ষতিগ্রস্থ দোকানি আলতাব, লালমিয়া, বাবু, মনিরসহ স্থানীয়রা জানায়, রাত ১০ টার দিকে একটি দোকানে আগুন দেখাযায় এবং অল্প সময়ের মধ্যেই অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ১৮ টি দোকানের সকল মালামাল,কাগজপত্র, বাকি হিসেবের খাতাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা এসময় বাসাইল ফায়ার সার্ভিসে ফোন দিলে প্রায় পৌনে একঘন্টা পর তারা ঘটনাস্থলে পৈাছেঁ আগুন নিয়ন্ত্রনে আনে।

ক্ষতিগ্রস্থ সাউন্ড সিস্টেমের দোকানদার ফজল মিয়া বলেন, আমার সাউন্ড সিস্টেমের সব জিনিস পুড়ে ছাই হয়ে গেছে। আমার প্রায় ১৫ লাখ টাকার জিনিস পুড়ে গেছে।৫লক্ষ টাকা সুদি,দুই লক্ষ ২০ হাজার টাকা লোনসহ জমানো টাকা দিয়ে দোকান করেছিলাম। সব পুড়ে আমি এখন শেষ।

মুদির দোকানদার আবুল কালাম আজাদ বলেন, দোকানে ১০ লাখ টাকার মতো মালামাল পুড়ে গেছে। আমি ব্যাংক থেকে ৩ লাখ টাকা ঋণ তোলে দোকানের মালামাল কিনে ছিলাম। আমার শুধু দোকান নয়,সংসারের আয়ের একমাত্র পথ আমার স্বপ্ন পুড়ে গেছে।

বাসাইল ফায়ার সার্ভিসের ইনর্চাজ রাকিবুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তবে ধারণা করছি। তিনি আরো জানান, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে । তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap