নাগরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

নাগরপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মূলপ্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান। উপজেলা সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো, হুমায়ুন কবির, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব, ওসি তদন্ত মো. জাহাঙ্গীর আলম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম।

কর্মশালায় অংশগ্রহণ করেন, ইউপি চেয়ারম্যান, ইউপি মেম্বার, শিক্ষক, ইমাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে ঐক্যমত পোষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap