নিজস্ব প্রতিনিধিঃ সখীপুর-গোড়াই সড়কের দুপাশে ৩কি.মি পর্যন্ত দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্বেচ্ছাশ্রমে আগাছা ও ঝোপঝাড় পরিস্কার করছে স্থানীয় প্রতিমা বংকী স্পোর্টিং ক্লাবের সদস্যরা ।
গত বৃহস্পতিবার (৩০জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই ক্লাবের সদস্যরা সড়কের দুর্ঘটনা প্রতিরোধে উপজেলার বংকী গ্যাস ফিল্ড চৌরাস্তা থেকে বোয়ালী বাজার পযর্ন্ত তিন কি.মি সড়কের দুই পাশে অযত্নে বেড়ে উঠা ঝোপঝাড় পরিস্কার করেন। সড়কের ওইসব আঁকাবাকা মোড়ে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কোনো প্রকার নজর না থাকায় প্রতিমা বংকী স্পোর্টিংক্লাবের সদস্যরা নেমে পড়েন এসব আগাছা ঝোপঝাড় পরিস্কার করতে।
ভুক্তভোগীরা জানান, গোড়াই-সখীপুর সড়কের বেশ কয়েকটি জায়গায় গাড়ি চালাতে গিয়ে একপাশ থেকে রাস্তার অন্য পাশ দেখা যায় না। ফলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এ কারণে সড়ক দুর্ঘটনা বেশি হচ্ছে। সড়কের দুই পাশে আগাছা ও বিভিন্ন গাছের ডালপালায় ছেয়ে গেছে সড়ক। বিশেষ করে বাঁকানো মোড়গুলেতে পাড় হওয়া খুবই দূরহ। ফলে বেড়েই চলেছে দুর্ঘটনা। কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। প্রতিমাবংকী স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি আল আমিন সিকদার বলেন, সড়কের পাশে প্রাকৃতিক ভাবে বেড়ে ওঠা গাছগাছালির ঝোপ সড়ক ছেয়েগেছেং তাই প্রায় ঘটছে দুর্ঘটনা। এ দুর্ঘটনা রোধে আমারা ক্লাবের সকল সদস্য মিলে স্বেচ্ছাশ্রমে এ কাজ করছি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল বলেন, বর্ষাকালে আগাছা আপনাআপনি বেড়ে ওঠে। এগুলো পরিষ্কার করা দরকার। কর্তৃপক্ষ দেখবাল করার বিধান থাকলে, করা উচিৎ।
Leave a Reply