নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দক্ষিণ লাউফুলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দুই শিশু হলেন- উপজেলার আলোকদিয়া ইউনিয়নের ওই গ্রামের মোস্তফা আলীর ছেলে ও প্রথম শ্রেণির ছাত্র মো. তানভীর (৯) এবং প্রবাসী হাফিজুর রহমানের ছেলে ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্র জিহাদ ইসলাম (১২)।
তারা দুইজনই স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী। তারা সম্পর্কে চাচাতো ভাই।প্রতিবেশী মোশাররফ হোসেন ও সাইদুর রহমান জানান, শুক্রবার সকালে পরিবারের কাউকে না জানিয়ে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে যায় লিমন, তানভীর ও জিহাদ নামে তিন শিশু। তাদের মধ্যে তানভীর ও জিহাদ পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়।
এসময় লিমন নামে শিশুটি পুকুর পাড়ে কান্নাকাটি করার একপর্যায়ে সে পুকুরে না নেমে দৌঁড়ে বাড়ি এসে পরিবারকে লোকজনকে জানালে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল পুকুর থেকে তাদের উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয় এবং ময়নাতদন্ত ছাড়াই নিহত দুই শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply