বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর উপর নষ্ট হয়ে দাড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে অপর পিকআপারের ধাক্কায় এক পিকআপ চালক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো দুই জন। শনিবার মধ্যরাতের দিকে সেতুর ৪০ নম্বর পিলার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ওই চালক টাঙ্গাইলের ধনবাড়ির কেন্দ্রুয়া এলাকার আজিজ আহম্মেদের ছেলে রাসেল আহম্মেদ।

পুলিশ সূত্রে জানাযায়, মধ্যরাতের দিকে বঙ্গবন্ধুসেতুর উপর ৪০নম্বর পিলার এলাকায় ঢাকাগামী মুরগীবাহি একটি পিকআপ নষ্ট হয়। এসময় চালক গাড়িটি মেরামত করার সময় অপর একটি পিকআপ দাড়িয়ে থাকা পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুরগীবাহি পিকআপের চালক রাসেল আহম্মেদ নিহত হয়। এসময় আহত হয় আরো দুইজন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার এস আই সরকার ইফতেখারুল মোকাম্মেল জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ও নিহতের মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আহত দুজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap