নিজস্ব প্রতিনিধিঃ সখীপুর-সাগরদিঘী সড়কের দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্বেচ্ছাশ্রমে আগাছা ও ঝোপঝাড় পরিস্কার করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার স্বেচ্ছাসেবক টিম।
গত শুক্রবার (১জুলাই) সকালে সড়কের দুর্ঘটনা প্রতিরোধে উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় সড়কের পাশে অযত্নে বেড়ে উঠা ঝোপঝাড় পরিস্কার করেন দলের স্বেচ্ছাসেবকেরা।
ভুক্তভোগীরা জানান, সখীপুর-সাগরদিঘী সড়কের বেশ কয়েকটি জায়গায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর অধিকাংশই ঘটছে কচুয়া পুকুরপাড় এলাকায়। গাড়ি চালাতে গিয়ে একপাশ থেকে রাস্তার অন্য পাশ দেখা যায় না। ফলে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সখীপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম বলেন, সখীপুর-সাগরদিঘী সড়কটি অত্যন্ত জনবহুল। এ সড়কে রাত-দিন অসংখ্য গাড়ি চলাচল করে। কচুয়া পুকুরপাড় এলাকার আঁকাবাকা মোড়ে এপাশ থেকে ওপাশের গাড়ি দেখা না যাওয়ায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
দুর্ঘটনা প্রতিরোধে আমরা গত বছরও পুকুরপাড় এলাকার ঝোপঝাড় পরিষ্কারসহ জনসচেতনতা মূলক ফেস্টুন লাগিয়েছিলাম।
এখন আবার ঝোপঝাড় বেশি হওয়ায় আমাদের স্বেচ্ছাসেবকদের নিয়ে তা পরিষ্কার করছি।
এছাড়াও কচুয়া-আড়াইপাড়া,আড়াইপাড়া-বানিয়ারছিট সড়ক,সখীপুর-বাটাজোর সড়কে পানি নিষ্কাশনের জন্য নালা করে দিয়েছি। এসব সামাজিক কাজের জন্য আমাদের স্বেচ্ছাসেবক টিম সবসময় প্রস্তুত আছে বলেও তিনি জানান।
ইয়াসীন নামের স্থানীয় এক বাসিন্দা জানান, ঝোপঝাড় পরিষ্কারের ফলে দুর্ঘটনা কম হবে বলে আশা করছি।
Leave a Reply