নাগরপুরে যাবতজীবন সাজাপ্রাপ্তসহ দুই আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে যাবতজীবন সাজাপ্রাপ্তসহ দুই আসামীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার দুপুরে সাভার আশুলিয়ার গাজিপুরে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার পাকুটিয়া ইউনিয়নের রাথুরা গ্রামের মো. আজিম উদ্দিন এর ছেলে মো. নাজমুল হোসেন ও মো. জাহাঙ্গীর আলম । গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনর্চাজ সরকার আব্দুল্লাহ আল-মামুন।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালের নারী শিশু নির্যাতন মামলার যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামী নাজমুল হোসেন ও ২০১৮/১৯ সালের অর্থ আতসাৎ মামলার সাজাপ্রাপ্ত আসামী জাহাঙ্গীর আলম। দীর্ঘদিন ধরে গ্রেফতার এড়িয়ে আতগোপনে ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ সরকার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে এস আই আব্দুল আলিম , মো. জাহাঙ্গীর আলম, এ এসআই খন্দকার আনিস উজ্জামান ও মো. হাসান আলী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে সাভার আশুলিয়া গাজিপুর থেকে আটক করে। আটককৃত দুইজনকে টাঙ্গাইল কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap