ঘাটাইল প্রতিনিধিঃ ঘাটাইলে বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল কাশেমের (৭০) ওপর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। তিনি উপজেলার কুলিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। রোববার বিকেল ৬ টায় দিকে উপজেলার বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানাযায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম বিকেলে বটতলা বাজারে গেলে পূর্ব শত্রুতার জের ধরে একই উপজেলার তেলেঙ্গাপাড়া গ্রামের খন্দকার ইদ্রিস আলী ছেলে রবিউল ইসলাম (৪৫) এবং আশরাফুল ইসলাম রাফি (৫৫) ও তার ছেলে রানা (২৫) হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানিয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম সরকার বলেন, মুক্তিযোদ্ধাকে মারপিট করার শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply