সখীপুর প্রতিনিধি: মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প সমাপনী অনুষ্ঠান উপলক্ষে উপজেলা সৃষ্টিসংঘ মাঠে আজ সোমবার প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, উপজেলা ভাইসচেয়ারম্যান শফিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মনসুর আহমেদ, মাধ্যমিক একাডেমিক অফিসার আনোয়ার হোসেন মিল্টন, বীর মুক্তিযোদ্ধা এমও গণি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, প্রশিক্ষক রিয়াজ উদদীন, অধ্যক্ষ আবু নাসের ফারুক, প্রধান শিক্ষক মতিউর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, জাহিদ তারেক খান প্রমুখ।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামালের সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজনে সকল খেলোয়াড়দের মধ্যে অন্য রকম দক্ষতা বৃদ্ধি পেয়েছে বলে খেলোয়াড়রা মনে করেন।
Leave a Reply