ভূঞাপুরে পুনরায় ভোটে জিতল আওয়ামীলীগ প্রার্থী

নিজস্ব প্রতিনিধিঃ টানা দেড় মাস নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থগিত কেন্দ্রের পুনরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফলে ৯৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের রফিকুল ইসলাম রফিক।

আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনারস প্রতীকের শরিফুল ইসলাম (শহীদ সরকার) ১ হাজার ১৫৪ ভোটের ব্যবধানে নৌকাকে পেছনে রেখে এগিয়ে থেকেও অবশেষে হার মানলেন নৌকার কাছে। এছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মো. রহিজ উদ্দিন আকন্দের ভরাডুবি হয়েছে।
জানা যায়, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতহীনভাবে উৎমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিককে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার রেজাইল করিম।
তিনি বলেন- শান্তিপূর্ণভাবে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত ও সম্পন্ন হয়েছে। স্থগিত এই কেন্দ্রে মোট ৩ হাজার ৩২ জন ভোটার ভোটা রয়েছে। তারমধ্যে মোট ২ হাজার ৬৭৪ ভোট কাস্ট হয়ে। এরমধ্যে নৌকার প্রাপ্ত ভোট ২ হাজার ২০৭ ভোট, আনারসের প্রাপ্ত ভোট মাত্র ৬৯ ও মোটরসাইকেল প্রাপ্ত ভোট ৩৯৮ ভোট।
এ নিয়ে মোট ১০ টি কেন্দ্রের ফলাফলে নৌকার মোট প্রাপ্ত ভোট ৭ হাজার ২০৭ ভোট, আনারসের ৬ হাজার ৭৮ ও মোটরসাইকেল- ৪ হাজার ৯২৫ শরিফুল ইসলাম সরকার শরিফ (আনারস) প্রতীকের চেয়ে ৯৮৪ ভোট বেশি পেয়ে অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন নৌকার রফিকুল ইসলাম রফিক।
প্রসঙ্গ প্রকাশ, গত ২৬ ডিসেম্বর উপজেলায় ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা কারণে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন।
এ ইউনিয়নে তিনজন প্রার্থী চেয়াম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম রফিক (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র শরিফুল ইসলাম সরকার শরিফ (আনারস) প্রতীক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল)।
নির্বাচনের দিন ১০ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের মধ্যে ৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা সুলতানা। এরমধ্যে নৌকা ৪ হাজার ৮৫৫ ভোট, আনারস ৬ হাজার ৯ ভোট ও মোটরসাইকেল ৪ হাজার ৫২৭ ভোট পেয়েছেন। ৯ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকার চেয়ে ১ হাজার ১৫৪ ভোটে এগিয়ে থাকেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap