নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভবিষ্যত আর্থিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে ১০ (দশ) বছরের চুক্তি করা গ্রুপ বীমা দাবীর চেক হস্তান্তর করেছে সন্ধানী ইনস্যুরেন্স কোঃ লিঃ।
৫ জুলাই মঙ্গলবার সন্ধানী ইনস্যুরেন্স কোঃ লিঃ এর পক্ষে চিপ এক্সিকিউটিভ অফিসার নিমাই কুমার সাহা বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের কাছে ১,৯২,৬৫,০৮৯/- (এক কোটি বিরানব্বই লক্ষ পয়ষট্টি হাজার ঊননব্বই) টাকার চেক হস্তান্তর করে।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম, হিসাব অফিসের কর্মকর্তাসহ অন্যান্য অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সন্ধানী ইনস্যুরেন্স কোঃ লিঃ এর সাথে চুক্তি করা গ্রুপ বীমা থেকে বিশ^বিদ্যালয়ের ৭ (সাত) জন ব্যক্তির মৃত্যুতে ১৬,০০,০০০/- (ষোল) লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে।
Leave a Reply