টাঙ্গাইলে অটবির শো-রুম পরিদর্শন করলেন অটবির এমডি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে জনপ্রিয় ও দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার প্রতিষ্ঠান অটবি’র শো-রুম পরিদর্শন করলেন অটবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু।

গতকাল বুধবার দুপুরে শহরের ময়মনসিংহ রোডস্থ অটবি শো-রুম পরিদর্শন করেন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার একমাত্র পরিবেশক যায়েদ এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মো. ওস্তাগীর হোসেন। এতে উপস্থিত ছিলেন অটবির হেড অব বিজনেস আহাম্মেদ শুকাইরি, মো. জহুরুল হকসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক অনিমেষ কুন্ডু বলেন, দেশের জনপ্রিয় শিল্পের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অটবি। ক্রেতাদের নিরন্তর সমর্থনে ইতিমধ্যে একটি দুরদর্শী ব্র্যান্ড হিসেবে সুনাম অর্জন করেছে। দেশীয় ক্রেতাদের চাহিদা পুরণ করে আন্তর্জাতিক মানের পণ্যসেবা নিয়ে অটবি পৌছে দিয়েছে সারাদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap