সখীপুর প্রতিনিধিঃ পিচঢালা সড়ক। দুই পাশে গাছের সারি। এ সড়কের দুই পাশে গজিয়ে উঠেছে বুনো ঝোপঝাড়। স্বেচ্ছাশ্রমে সেগুলো কেটে পরিস্কার করেছেন স্থানীয় যুবক ও শিক্ষার্থীরা। তারা বোয়ালী যুব সমন্বয় সংগঠনের সদস্য।
শুক্রবার তারা গোড়াই-সখীপুর সড়কের নলুয়া আরালিয়া পাড়া থেকে শোলাপ্রতিমা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার অংশে থাকা ঝোপঝাড় পরিস্কার করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোড়াই-সখীপুর সড়কের এ অংশ দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ আসা-যাওয়া করেন। প্রতিদিন ছোট-বড় কয়েক হাজার যানবাহন চলাচল করে। সড়কটির দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশের গাছের সারির নিচে বেড়ে উঠেছে বুনো গাছ, লতা গুল্মের ঝোপঝাড়। দীর্ঘদিন ঝোপঝাড়গুলো পরিস্কার করা হয়নি। ফলে সড়কের দুই পাশ কিছুটা সংকুচিত হয়ে পড়ে। যার কারণে পাশাপাশি বড় যানবাহন চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো চালকদের। পাশাপাশি পথচারীরাও পড়তেন বিপাকে। এই কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটত।
সম্প্রতি স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন যুব সমন্বয়ের সদস্যরা সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিস্কারের উদ্যোগ নেন। শুক্রবার সকালে তারা সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিস্কার কার্যক্রম শুরু করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান উজ্জ্বল বলেন, গোড়াই- সখীপুর সড়কটি জনগুরুত্বর্পূণ। প্রতিদিন কয়েক হাজার মানুষ জেলা ও উপজেলা শহরে আসা-যাওয়া করেন। সড়কটির দুই পাশে দীর্ঘদিন ধরে ঝোপঝাড় জন্মেছে। সেগুলো কেউ পরিস্কার করেনি। যার কারণে বড় দুটি গাড়ি একসঙ্গে চলতে গেলে সমস্যায় পড়তে হয়। এছাড়া গাড়ি এলে সড়কের কিছু এলাকায় দাঁড়ানোর মতোও জায়গা ছিল না। এসব কারণে মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটে। এসব কথা ভেবে আমাদের সংগঠনের সদস্যদের নিয়ে সড়কটির দুই পাশ পরিস্কার করেছি। আজ ৩ কিলোমিটার জায়গা পরিস্কার করেছি। ধারাবাহিকভাবে সড়কটি পরিস্কারের পরিকল্পনা রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, সংগঠনের সদস্যরা এলাকায় বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছে। তারা গোড়াই-সখীপুর সড়কের ৩ কিলোমিটার এলাকা পরিস্কার করেছে। তাদের কাজগুলো প্রশংসনীয়।
Leave a Reply