নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে পানিতে ডুবে মাকসুদা আক্তর (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
গতকাল ০৭ জুন, বৃহস্পতিবার কালিহাতী উপজেলার পারখী ইউনিয়নের পারখী বাজার সংলগ্ন বংশাই নদীতে এ ঘটনা ঘটে।
জানা যায় বৃহস্পতিবার সকালে গোসল করতে নেমে মাকসুদা আক্তার(১৪) নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী ডুবে নিখোঁজ হয়।
সংবাদ পেয়ে, টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডুবুরি ইউনিট ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়।
প্রায় ৩০ মিনিট খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
Leave a Reply