নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাইলে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে এবং আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের সহযোগীতায় নাক, কান ও গলা বিষয়ে স্পেশাল মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ফেব্রুয়ারী)দিন ব্যাপী সিডিপির প্রাঙ্গণে এই স্পেশাল মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। স্পেশাল মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন,বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাক,কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ লুৎফর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার ফ্রান্সিস শ্যামল বিশ্বাস, মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ রিফাত জাহান মনির, হেলথ অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এবং আলোক হেলথ কেয়ার এন্ড হাসপাতালের এ.জি.এম মোঃ শামসুল আলম তরাফদার । এ সময় প্রায় শতাধিক মানুুষকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Leave a Reply